
চীনের কুইচৌ প্রদেশে নির্মিত হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ শিগগিরই বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে রেকর্ড গড়তে চলেছে। সম্প্রতি পাঁচদিনব্যাপী লোড টেস্টে এর কাঠামোগত শক্তি ও নিরাপত্তা মান নিশ্চিত করা হয়েছে।
২,৮৯০ মিটার দীর্ঘ এই সেতুর মূল স্প্যান ১,৪২০ মিটার এবং এটি নদীর উপর থেকে ৬২৫ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে।
বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত সময়ে চলাচলের জন্য উন্মুক্ত হলে এটি শুধু বিশ্বের সবচেয়ে উঁচু সেতুই নয় বরং পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে বড় স্প্যান সেতুরও রেকর্ড স্থাপন করবে।


































