
চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী অংশীদার— এমন মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। রোববার শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন -এসসিও সামিট ২০২৫-এর আগে থিয়েনচিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। সি বলেন, চীন ও ভারত একে অপরের জন্য হুমকি নয়, বরং উন্নয়নের সুযোগ। সঠিক দিকনির্দেশনা বজায় থাকলে দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদি ও স্থিতিশীলভাবে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, প্রতিবেশী হিসেবে দুই দেশকে সুসম্পর্ক বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
সি প্রতীকীভাবে উল্লেখ করেন, ‘ড্রাগন ও হাতির যৌথ নৃত্যই হওয়া উচিত দুই দেশের জন্য সঠিক পথ।’ এই বছর চীন-ভারত কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি স্মরণ করে সি চিনপিং বলেন, দুই দেশকে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে সম্পর্ককে মূল্যায়ন করতে হবে। তিনি কৌশলগত যোগাযোগ জোরদার, পারস্পরিক আস্থা গভীর করা, বিনিময় ও সহযোগিতা বাড়ানো এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন। সি আরও জোর দিয়ে বলেন, সীমান্ত ইস্যু যেন চীন-ভারত সম্পর্ককে প্রভাবিত না করে। সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশকে একযোগে কাজ করতে হবে।


































