
ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোকেই দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশগুলোর গুণ্ডামিমূলক আচরণের সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে পৃথক বক্তব্যে পশ্চিমা দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন এই দুই প্রভাবশালী রাষ্ট্রপ্রধান।
রবিবার (৩১ আগস্ট) শুরু হওয়া এই সম্মেলনে ইউরেশিয়ার সদস্য রাষ্ট্রসহ অংশীদার ও পর্যবেক্ষক দেশগুলোর নেতারা অংশ নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
সোমবার সম্মেলনে পুতিন দাবি করেন, “ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালাতে নয়, বরং পশ্চিমা দেশসমূহের মদতে ইউক্রেনে সংঘটিত অভ্যুত্থান ঠেকাতেই এই যুদ্ধের সূত্রপাত হয়েছে।”
তিনি আরও বলেন, “ন্যাটোতে ইউক্রেনকে টানার পশ্চিমা প্রচেষ্টা এই সংকটের দ্বিতীয় কারণ।”
এর আগে নিজের ভাষণে শি জিনপিং বলেন, “সদস্য রাষ্ট্রগুলো এখন আরও জটিল নিরাপত্তা ও উন্নয়ন চ্যালেঞ্জের মুখে, আমি আহ্বান জানাঈ শীতল যুদ্ধ মনোভাব, সংঘাত ও বুলিংয়ের বা গুণ্ডামিমূলক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।
তিনি বলেন, “জাতিসংঘ-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নেতৃত্বে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করা উচিত।”
শি এসসিও সম্মেলনেরর সম্প্রসারণকে ‘সত্যিকারের বহুপাক্ষিকতার নতুন মডেল’ হিসেবে বর্ণনা করেন এবং সদস্য দেশগুলোর মধ্যে নিজেদের বাজার ব্যবহারের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন।
চীন এ বছর এসসিও সদস্য দেশগুলিকে ২ বিলিয়ন ইউয়ান (প্রায় ২৮০ মিলিয়ন মার্কিন ডলার) ফ্রি সহায়তা এবং ১০ বিলিয়ন ইউয়ানের ঋণ প্রদানের প্রতিশ্রুতি দেয়। ২০০২ সালে গঠিত এসসিওর সবচেয়ে বড় সম্মেলন এটি, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নেতৃত্বাধীন সংস্থাগুলোর প্রভাবকে চ্যালেঞ্জ করতে চীনের উদ্যোগের অংশ।
সূত্র: দ্য গার্ডিয়ান


































