শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ন
শেয়ার

গাজায় শিশু হত্যায় ক্ষোভ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


Anawar-Ibrahim
গাজা উপত্যকায় নির্বিচারে শিশু হত্যার ঘটনায় আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (১ সেপ্টেম্বর) এক বক্তব্যে তিনি এ কথা বলেন বলে আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে।

চীনের তিয়ানজিন শহরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) প্লাস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর এই মন্তব্য করেন আনোয়ার। তিনি শি জিনপিং প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ প্রসঙ্গ টেনে বলেন, “এই ধারণাটি এমন এক সময় সামনে এসেছে যখন বহুপাক্ষিক ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে।”

আনোয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, জাতিসংঘ এখন আর নিজেকে সংস্কারের ন্যূনতম আকাঙ্ক্ষাও বহন করছে না। নৃশংসতা দিনের পর দিন বিনা বিচারে চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, “আজকের আন্তর্জাতিক ব্যবস্থায় আস্থার ঘাটতি স্পষ্ট। বাণিজ্য ও আর্থিক কাঠামো কিংবা জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় ব্যর্থতা প্রমাণ করছে— উচ্চকণ্ঠে দেওয়া ঘোষণা বাস্তবে জনগণের দুর্ভোগের সঙ্গে কোনোভাবে সংযুক্ত নয়।”

উল্লেখ্য, অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৩ হাজার ৫০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা, পাশাপাশি তীব্র দুর্ভিক্ষে মানবিক বিপর্যয় আরও গভীর হয়েছে।