শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ সেপ্টেম্বর ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন
শেয়ার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়াল


Afgan-quake
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত আড়াই হাজার মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কুনার প্রদেশে। খবর আল জাজিরার।

রোববার মধ্যরাতে ভূমিকম্প আঘাত হানার পর মুহূর্তেই বহু ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে যায়। ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় গণমাধ্যম টোলোনিউজ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কুনারের মাজার ভ্যালিতে নারী, শিশু ও প্রবীণরা জীবনের ঝুঁকিতে আটকা পড়ে আছেন। বাইরে থেকে দ্রুত সহায়তা না এলে তাদের বাঁচানো সম্ভব নয়।

সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে আফগান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, “উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। ধ্বংসস্তূপে এখনো বহু মানুষ আটকে আছেন।”

জাতিসংঘ ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সংস্থাটি জরুরি ত্রাণ তৎপরতা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

বিষয়: আফগানিস্তানে ভূমিকম্পে ব্যা