শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

অবশেষে শুল্ক কমানোর প্রস্তাব ভারতের


Donald Trump & Narendra Modi

ফাইল ছবি

রাশিয়া থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্কে অর্থনৈতিক ধাক্কা খাওয়ার পর অবশেষে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে ভারত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১ সেপ্টেম্বর) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, সম্প্রতি ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। তবে তিনি বলেন, ‘অনেক দেরি হয়ে গেছে। এই প্রস্তাব আরও অনেক বছর আগে দেওয়া উচিত ছিল।’

ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্ক বহু দশক ধরে একতরফা। তার ভাষায়, ভারত বিপুল পরিমাণে পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, কিন্তু মার্কিন পণ্যের ওপর সর্বোচ্চ শুল্ক বসিয়ে আমদানি বাধাগ্রস্ত করছে। একইসঙ্গে দেশটি অধিকাংশ তেল ও সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কিনছে।

তিনি বলেন, রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধ টিকিয়ে রাখতে সাহায্য করছে। তবে তিনি নিজে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থেকেছেন।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দ্বিমুখী মানদণ্ড ব্যবহার করছে। কারণ রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), অথচ তাদের ক্ষেত্রে একই নীতি প্রয়োগ করা হয়নি।

এদিকে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোও কড়া সমালোচনা করে ভারতকে রাশিয়ার ‘মানি লন্ড্রিং সেন্টার’ আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ভারতের অভিজাত শ্রেণি সাধারণ মানুষের ক্ষতির বিনিময়ে মুনাফা করছে, আর শুল্কনীতির কারণে আমেরিকার শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভারত সরকার জানিয়েছে, জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতেই তারা প্রস্তুত। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল স্পষ্ট করেছেন, দিল্লি কোনোভাবেই নতজানু হবে না, বরং নতুন বাজার দখলে মনোযোগ দেবে। শুল্ক আরোপ নিয়ে নয়াদিল্লি আগেই ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেছিল, এগুলো অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।