শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

যেকারনে ধীরগতির বিশেষ ট্রেনে ভ্রমণ করেন কিম


kimউত্তর কোরিয়ার নেতা কিম জং উন সোমবার (১ সেপ্টেম্বর) পিয়ংইয়ং থেকে ধীরগতির বিশেষ ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বহু দশক ধরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতারা বিদেশ সফরে এমন নিরাপদ ও আরামদায়ক ট্রেন ব্যবহার করে আসছেন।

বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীবাহী বিমানের তুলনায় এই ট্রেন কিমের জন্য অনেক বেশি নিরাপদ। ট্রেনে রয়েছে শয়নকক্ষ, ব্যক্তিগত অফিস, যোগাযোগ ব্যবস্থা, রেস্টুরেন্ট, নিরাপত্তা ও চিকিৎসক দল, এমনকি দুটি সাঁজোয়া গাড়ি বহনের বগি। প্রতিটি ট্রেনে সাধারণত ১০–১৫টি বগি থাকে, যার কিছু কিমের জন্য বিশেষভাবে সংরক্ষিত।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সবুজ বগির বাইরে সিগারেট বিরতি নিচ্ছেন। বগির ভেতরে রয়েছে কাঠের দেয়াল, সোনালি প্রতীক, ল্যাপটপ, টেলিফোন ও নীল-সোনালি পর্দা দিয়ে সাজানো জানালা।

kim-trainপূর্বে কিমের বাবা কিম জং ইল এবং দাদা কিম ইল সুংও ট্রেনে বিদেশ সফর করেছেন। ২০১৯ সালে ভিয়েতনামে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে কিম চীনের লাল-হলুদ লোকোমোটিভে ট্রেনে ভ্রমণ করেছিলেন।

উত্তর কোরিয়ার বিশেষ ট্রেন কেবল পরিবহণ নয়, এটি রাষ্ট্রীয় প্রচারণারও একটি অংশ। কিম পরিবারের দীর্ঘ ট্রেন সফর সাধারণ মানুষের কাছে তাদের আন্তরিকতা প্রদর্শনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।

২০২২ সালে রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি দীর্ঘ ট্রেন সফরের ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা গেছে তিনি ভুট্টাক্ষেত পরিদর্শন করছেন এবং দেশজুড়ে ‘কমিউনিস্ট ইউটোপিয়া’ প্রচারের জন্য ট্রেনে বের হয়েছেন।

সূত্র : রয়টার্স।