শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ সেপ্টেম্বর ২০২৫, ৯:১০ অপরাহ্ন
শেয়ার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল


afghanistan-earthquakeআফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্সে দেওয়া পোস্টে জানান, ভূমিকম্পে অন্তত ১ হাজার ৪১১ জন নিহত এবং আরও ৩ হাজার ২৫২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পে অন্তত ৫ হাজার ৪০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পূর্বাঞ্চলীয় পাহাড়ি কুনার প্রদেশে। দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে সহায়তা পৌঁছানোর চেষ্টা চলছে।

কুনার প্রদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান এহসানউল্লাহ এহসান জানান, ধ্বংসস্তূপে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছেন। সর্বোচ্চ গতিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

আসাদাবাদের একটি হাসপাতালের চিকিৎসক বলেন, হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাঁবু, ওষুধসহ জরুরি সহায়তা প্রয়োজন। তবে এখনও পর্যাপ্ত আন্তর্জাতিক সাহায্য মেলেনি। তার আহ্বান— তালেবানের সঙ্গে মতপার্থক্য সরিয়ে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের আফগানদের পাশে দাঁড়ানো উচিত।

গত রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে ছয় মাত্রার এ ভূকম্পন। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়, যা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল। দেশটির হিন্দুকুশ পর্বতমালা ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে।

সূত্র: আলজাজিরা