
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, তাদের কাঙ্ক্ষিত ‘শাপলা’ প্রতীক পেতে এখন আর কোনো আইনি কিংবা রাজনৈতিক বাধা অবশিষ্ট নেই।
বৃহস্পতিবার (২ অক্টোবর) নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এক ফেসবুক পোস্টে জানান, শাপলা প্রতীক যদি এনসিপিকে দেওয়া হয় তবে তিনি কোনো মামলা করবেন না। এরপরই এনসিপি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি তুলে ধরে এ দাবি জানায়।
মান্না দুপুর আড়াইটায় তার ফেসবুক পেজে লেখেন, “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।”
এরপর সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এনসিপি মান্নার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখে, “অবশেষে এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক কোনো বাধাই অবশিষ্ট রইল না।”
এনসিপির ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, প্রথমে নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক বরাদ্দে আইনি বাধার কথা বলেছিল। পরে দলটির লিগ্যাল উইং ইসিকে ব্যাখ্যা করে জানায়, আইনি কোনো প্রতিবন্ধকতা নেই।
এরপর ইসি জানায়, রাজনৈতিক জটিলতা রয়েছে, কারণ আগে নাগরিক ঐক্য এ প্রতীক চেয়েছিল। কিন্তু এখন নাগরিক ঐক্যের সভাপতি নিজেই মামলা না করার অঙ্গীকার করায় রাজনৈতিক বাধাটিও কেটে গেছে বলে দাবি এনসিপির।
ইসিকে উদ্দেশ করে দলটির ফেসবুক পোস্টে বলা হয়, “আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষতা বজায় রাখুন। স্বেচ্ছাচারিতা ও দলীয় প্রভাব থেকে বের হয়ে জনগণের প্রতিষ্ঠান হয়ে উঠুন।”
এনসিপির দাবি, শাপলা প্রতীকের বিষয়ে সব জটিলতা এখনই নিরসন করা উচিত এবং জনগণের আস্থার জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নির্বাচন কমিশনের।






































