Search
Close this search box.
Search
Close this search box.

সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার মূল্যস্ফীতি ১.১%

bank_of_korea_011খাদ্যপণ্য ও স্বাস্থ্যসেবার মূল্যে স্থিতিশীলতার কারণে সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ১ শতাংশ, যা সাত মাসের মধ্যে সবচেয়ে কম। খবর এএফপি।

রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা জানায়, এক বছর আগের তুলনায় ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। আগস্টে মূল্যস্ফীতি বেড়েছিল ১ দশমিক ৪ শতাংশ হারে। এর আগে ফেব্রুয়ারিতে সর্বনিম্ন ১ শতাংশ হারে মূল্যস্ফীতি দেখা দিয়েছিল দেশটির অর্থনীতিতে। কোর কনজিউমার ইনডেক্সটি সেপ্টেম্বরে বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ, যা আগস্টে বেড়েছিল ২ দশমিক ৪ শতাংশ।

chardike-ad

মূল্যস্ফীতি বাড়লেও তা এখনো কেন্দ্রীয় ব্যাংকের (ব্যাংক অব কোরিয়া) নেয়া লক্ষ্যমাত্রা ২ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৫ শতাংশ সীমার তুলনায় অনেক কম। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, চলতি বছর শেষে এশিয়ার চতুর্থ বৃহত্তম এ অর্থনীতিতে মূল্যস্ফীতি ১ দশমিক ৯ শতাংশে উন্নীত হবে। গত বছর মূল্যস্ফীতির হার ছিল ১ দশমিক ৩ শতাংশ, যা ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। বণিকবার্তা।