Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে ফ্রেন্ড লিস্ট লুকোবেন যেভাবে

facebook

ফেসবুকে অনেকে পরিচিতজনদের কাছ থেকে আবার অনেকে অপরিচিতজনদের কাছ থেকে নিজের বন্ধু তালিকা লুকিয়ে রাখতে চান। ফেসবুকে খুব সহজেই বন্ধু তালিকা নিজের ইচ্ছামত লুকোতে পারেন।

chardike-ad

এজন্য প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে যান। এরপর ফ্রেন্ডস লিস্টে ক্লিক করুন। এবার ওপরে ডান পাশে থাকা ‘পেনসিল’ আইকনটিতে ক্লিক করে ‘Edit Privacy’ নির্বাচন করুন। ওখানে Who can see your friend list লেখা রয়েছে। এখানে ড্রপডাউন মেন্যু থেকে আপনার ইচ্ছানুসারে ফেসবুক বন্ধু তালিকা লুকানোর বিষয়টি নির্ধারণ করুন।

যদি চান যে, আপনার বন্ধু তালিকা আপনি ছাড়া অন্য কেউই দেখতে পাবে না, তাহলে ‘অনলি মি’ নির্বাচন করুন।

আবার কেবলমাত্র যদি বন্ধুদের জন্য আপনার বন্ধু তালিকা উম্মুক্ত করতে চান, তাহলে ‘অনলি ফ্রেন্ডস’ নির্বাচন করুন। কিংবা বন্ধুর বন্ধুদের দেখাতে চাইলে ‘ফ্রেন্ডস অব ফ্রেন্ডস’ নির্বাচন করুন।

এছাড়া যদি আপনার বন্ধু তালিকা নির্দিষ্ট বন্ধুদের দেখাতে চান কিংবা নিদিষ্ট কোনো বন্ধুদের কাছ থেকে লুকাতে চান, তাহলে স্পেসিফিক পিপল লিস্ট নির্বাচন করে, যেসব বন্ধুদের আপনার বন্ধু তালিকা দেখাতে চান কিংবা চান না, সে নামগুলো টেক্সট বক্সে নির্বাচন করে দিন। তাহলে শুধু তালিকায় যুক্ত থাকা বন্ধুরাই আপনার মোট বন্ধুর সংখ্যা দেখতে পাবে কিংবা পাবে না।

তথ্যসূত্র : ইন্টারনেট