Search
Close this search box.
Search
Close this search box.

জার্মানে ইসলামিকীকরণের বিরোধিতায় বিক্ষোভ

GERMANপশ্চিমের দেশগুলোতে ইসলাম প্রচারের বিরোধিতা করে জার্মানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জার্মানের পূর্বের ড্রেসডেন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দশ হাজার বিক্ষোভকারী অংশগ্রহণ করে।

অপরদিকে এ আয়োজনের প্রতিবাদের পাল্টা আরেকটি সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। তাতে ১৫ হাজারের বেশি বিক্ষোভকারী অংশগ্রহণ করে।

chardike-ad

বার্লিনে এক সমাবেশে জার্মান চ্যান্সেলর অ্রাঞ্জেলা মার্কেল বলেছিলেন, “জার্মানে সন্ত্রাসবাদের জায়গা দেয়া হবে না। এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে। তবে অন্য দেশ থেকে এখানে এসে কেউ উত্তেজনাকর ও মিথ্যা কথা ছড়াতে পারবে না।”

তিনি বলেন, “এ ধরনের আয়োজনে যারা উপস্থিত থাকেন তাদের সতর্ক হতে হবে। যাতে আয়োজকরা কোনো সুবিধা না নিতে পারে।”

সোমবারের বিক্ষোভে অংশগ্রহণকারীদের ‘আমরা জনতা’ বলে শ্লোগান দিতে শোনা যায়। ইসলাম প্রচারের বিরোধিতা করে ‘প্যাট্রিয়টিক ইউরোপীয়ানস এগেইনস্ট দ্য ইসলামাইজেশন অব ওয়েস্ট’ এর সমাবেশের বিরোধীতা করে একে ‘বেমানান’ বলে মন্তব্য করেছেন দেশটির আইনমন্ত্রী হেইকো মাস।

গত রোববার জার্মানের পশ্চিমে কলোগনে শহরে ১৫ হাজার বিক্ষোভকারী অপর একটি সমাবেশের আয়োজন করে। তাতে মানসিক উদারতা ও ধৈর্যের আহ্বান জানানো হয়। শ্লোগান দেয়া হয়, “আমরা কলোগনে বাসি, আমরা নাৎসি নই।”

পশ্চিমের ইসলামের বিরোধিতা করে বিক্ষোভের আয়োজন করা হলেও এটি মূলত দেশটিতে অভিবাসী ও শরণার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিবাদ বলে জানা গেছে।–বিবিসি।