Search
Close this search box.
Search
Close this search box.

dronআফগানিস্তানের নানগরহার প্রদেশের নাজিয়ান জেলায় শুক্রবার মার্কিন ড্রোন হামলায় অন্তত আট সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছে। পাকিস্তানের খাইবার এজেন্সি সংলগ্ন সীমান্তে এ হামলা চালানো হয়। খবর ডননিউজের।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, কোর্ট গ্রামে বিদ্রোহীদের এক আস্তানাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে আস্তানাটি পুরো ধ্বংস হয়েছে। ওই হামলায় আটজন নিহত ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে।

chardike-ad

হামলা চালানো স্থানটিকে মোল্লা ফজলুল্লাহ’র নেতৃত্বাধীন টিটিপি’র (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) নিরাপদ আস্তানা হিসেবে গণ্য করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নাজিয়ান জেলার বিদ্রোহী ঘাঁটি থেকে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলার পরিকল্পনা করা হয়।

এর আগে পাকিস্তানের পেশোয়ারে তালেবান হামলার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের দমনে দেশটির সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দেয় আফগানিস্তান।