Search
Close this search box.
Search
Close this search box.

হোয়াইট হাউজ উড়িয়ে দেওয়ার হুমকি উ. কোরিয়ার

White_House

সনি পিকচার্সে সাইবার হামলার জের ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

chardike-ad

রোববার এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ’তে এ হুমকি দেওয়া হয়।

এতে সনির ওপর হামলার দাবিকে অযৌক্তিক দাবি করে ‘দ্য ইন্টারভিউ’ সিনেমা নির্মাণের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সেথ রোগেন পরিচালিত সনির এ সিনেমাতে দেখানো হয়েছে, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন নিহত হয়েছেন।

এই সিনেমা ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, যা সাইবার হামলা এবং উত্তর কোরিয়ার হুমকির পর তা বাতিল করে দেওয়া হয়।

হোয়াইট হাউজ এবং পেন্টাগনের নাম উল্লেখ করে কেসিএনএ’তে প্রকাশিত পোস্টে বলা হয়, মার্কিন সাম্রাজ্যের দুর্গগুলোতে কশাঘাত করেছে উত্তর কোরিয়া।

এতে আরও বলা হয়, ডিপিআরকে (উত্তর কোরিয়া) ইতোমধ্যেই কঠোর জবাব দেওয়ার ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে শুধু একটি সিনেমা নির্মাতা কোম্পানি এ জবাবের লক্ষ্য সে ধারণা ভুল। আমাদের লক্ষ্য মার্কিন সাম্রাজ্যের দুর্গগুলো।

পোস্টে জানানো হয়, ডিপিআরকের সেনাবাহিনী এবং জনগণ যুক্তরাষ্ট্রের সব দুর্গ উড়িয়ে দিয়ে সাইবার স্পেসসহ সব জায়াগায় মোকাবেলা করতে প্রস্তুত আছে।

প্রসঙ্গত, দ্য ইন্টারভিউকে কেন্দ্র করে সম্প্রতি সনিকে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র এ হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছিল। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে উত্তর কোরিয়া।