Search
Close this search box.
Search
Close this search box.

বিমান অবতরণে সাহায্য করবে অ্যাপ

aeroplane-app

বিমান অবতরণে পাইলটকে সহায়তা করবে আইপ্যাড অ্যাপ।

chardike-ad

রোববার এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, এমনই একটি অ্যাপ তৈরির করেছে আমেরিকান অস্টিন মেয়্যার নামের এক প্রতিষ্ঠান।

জ্যাভিয়ন নামের এই অ্যাপ ওয়াইফাইয়ের মাধ্যমে ছোট বিমানের অটো পাইলটের সাথে সংযুক্ত করা হলে ইঞ্জিন বিকল হলেও পার্শ্ববর্তী এয়ারপোর্ট এবং নিরাপদ অবতরণ অঞ্চলে পৌঁছাতে পাইলটকে সাহায্য করবে।

এছাড়া অ্যাপটি বিমানের ওজন, ব্যালেন্স, অনুমিত জ্বালানি এবং গন্তব্য সম্পর্কে তথ্য দিতে পারে। বিমানের বর্তমান অবস্থান এবং উচ্চতা নির্ণয়ের পাশাপাশি জিপিএস সেন্সরের মাধ্যমে এ অ্যাপ গ্রাউন্ড ট্র্যাক, গ্রাউন্ড স্পিড, ভার্টিকেল স্পিডসহ প্রয়োজন তথ্যাদিও প্রদর্শন করতে পারে।

পরবর্তী সংস্করণে আশা করা হচ্ছে, এ অ্যাপ আরও সক্রিয় অটোপাইলটে রুপান্তরিত হবে।

বিমান পরিবহনের সাথে সংশ্লিষ্টরা এ অ্যাপ তৈরিকে সাধুবাদ জানিয়েছেন। তাদের আশা, ভবিষ্যতে সব ধরনের প্লেনে ব্যবহার উপযোগী অ্যাপও পাওয়া যাবে।

১৯৯ মার্কিন ডলারের বিনিময়ে অ্যাপল স্টোরে জ্যাভিয়ন পাওয়া যাচ্ছে।