Search
Close this search box.
Search
Close this search box.

বিজয়ের মাসে পাকিস্তানে বাংলাদেশের ‘গাড়িওয়ালা’

gariwalaসরকারি অনুদানের চলচ্চিত্র আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা’  ২৫-২৭ ডিসেম্বর পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

পাকিস্তানের বিখ্যাত নাট্যগুরু রাফি পীরের নামে উৎসবটির নামকরণ করা হয়েছে। এটিই এ সময়ে পাকিস্তানের সর্ববৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসাবে দাবি করেছে আয়োজক কর্তৃপক্ষ।

chardike-ad

নব্বই মিনিট ব্যাপ্তির  ‘গাড়িওয়ালা’ দুই ভাই এবং তাদের মায়ের গল্প। গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ পুরুষ হয়ে ওঠার গল্প, তারা প্রচ- দারিদ্রের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাথা ।

এ ব্যাপারে পরিচালক আশরাফ শিশির বলেন, ‘গাড়িওয়ালা’ চলচ্চিত্রটি পাকিস্তানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বুক উঁচু করে যে গাড়িকে কেউ হারাতে পারেনি সেই গল্পই তো গাড়িওয়ালা।

সুঅভিনেত্রী রোকেয়া প্রাচী ও প্রখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা,  সিডর সুমন, মাটির, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আব্দুর রহমান রাজীব, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হল মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ।

উল্লেখ্য, ‘গাড়িওয়ালা’ ইতিমধ্যে গত ১৯-২৪ অক্টোবরে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতে ‘শারজাহ্ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’ এবং গত ৯-১৭ নভেম্বরে অনুষ্ঠিত ‘২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং গত ১৩-২১ ডিসেম্বরে অনুষ্ঠিত ‘৪র্থ  এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল  চলচ্চিত্র উৎসব’এ  প্রদর্শিত হয়েছে। এছাড়া পর্তুগালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আভানকা ২০১৪’তে ট্রেইলার ইন মোশন বিভাগে মনোনীত হয় ‘গাড়িওয়ালা’।