Search
Close this search box.
Search
Close this search box.

কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক!

facebook-office

শুধু সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে নয়, পেশা হিসাবেও ফেসবুককে এবার বেছে নিতে পারেন। চলতি বছরেই ১৪ শতাংশ কর্মী বৃদ্ধি করতে চলেছে ফেসবুক।

chardike-ad

ফেসবুকের তরফে জানান হয়েছে, চলতি বছর তারা বিশ্বব্যাপী প্রায় ১,২০০ কর্মী নিয়োগ দিবে। ‘ভারচুয়াল রিয়েলিটি’, ‘ড্রোন ‘এবং ‘ডেটা সেন্টারসের’ জন্য এই কর্মীদের নিয়োগ করা হবে বলে জানা গেছে ।

ইতোমধ্যেই ফেসবুক বিভিন্ন জব লিস্টিং ওয়েবসাইটে এ সম্পর্কিত বিজ্ঞাপন প্রকাশ করেছে। যেকোনো দেশ থেকে যেকেউ আবেদন করতে পারবে বলেও ওই বিজ্ঞাপণে জানানো হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হিসেব অনুযায়ী, বর্তমানে ফেসবুকে কর্মরত আছে ৮৩৪৮ জন কর্মী। এছাড়া সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গিয়েছে, ফেসবুকে এন্ট্রি লেভেলের প্রকৌশলীদের বাৎসরিক আয় প্রায় ১০৬,০০০ ডলার।

গত বছর ফেসবুক অধিগ্রহণ করে নেয় ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস রিফট। কেবলমাত্র এই প্রকল্পের জন্য নিয়োগ দেওয়া হবে ৫৪ কর্মীকে।