Search
Close this search box.
Search
Close this search box.

শিবির কর্মীকে চাপা দেওয়া চালককে সরকারের পুরস্কার ঘোষণা

truckঅবরোধে ট্রাকে আগুন দেয়ার সময় জুবায়ের নামে এক শিবির কর্মীকে চাপা দেয়া ট্রাক চালককে সরকার পুরস্কৃত করতে চায় বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ‘জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির’ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় সেই ট্রাক চালকের সন্ধান দিতে পরিবহন মালিক ও চালক সমিতিকে অনুরোধ করেন তিনি।

chardike-ad

জেলা প্রশাস মেজবাহউদ্দিন বলেন, ‘লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় যে চালক বাধা উপেক্ষা করে সাহসের সঙ্গে ‘সন্ত্রাসীকে’ মেরেছে তাকে পুরস্কার দিতে চায় সরকার। তাকে পুরস্কৃত করতে সরকারের উচ্চপর্যায় থেকে বলা হলেও কিন্তু তাকে খুঁজে পাইনি। পরিবহন সংগঠনের নেতাদের কাছে ওই চালকের পরিচয় খুঁজে বের করার অনুরোধ করছি।’

এসময় তিনি আরো বলেন, ‘কেউ হত্যার উদ্দেশে আসলে তাকে হত্যা করা আইন সঙ্গত। আমি বলবো, ওই ট্রাক চালককে অন্য চালকরাও অনুসরণ করবেন।’

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি সকালে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ট্রাকে আগুন দিতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মো. জুবায়ের (২১) নামে এক শিবিরকর্মী নিহত হন। এসময় আরো দুই শিবিরকর্মী আহত হন।