Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি গেইলের

Gayle১১তম বিশ্বকাপের ১৫তম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের ইনিংস খেললেন ক্রিস গেইল। এটি বিশ্বকাপ আসরের প্রথম দ্বিশত রানের ইনিংস। ক্রিকেটের এই ফরমেটে ৫ম দ্বিশত রানের ইনিংস এটি।

বিশাল এই ইনিংস খেলতে মাত্র ১৪৭ বল খরচ করেন গেইল। ১০টি চার এবং ১৬টি ছক্কা হাঁকিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। ১৪৬ দশমিক ২৫ স্ট্রাইকরেটে ব্যাট করে ইনিংসের শেষ বলে আউট হন তিনি।

chardike-ad

একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১ম দ্বিশত রানের ইনিংস খেলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। এরপর ভারতীয় ব্যাটসম্যান শেওয়াগ ও রোহিত শর্মা খেলেছিলেন ২ শতাধিক রানের ইনিংস। গেইল একমাত্র ব্যাটসম্যান যিনি অভারতীয় হিসেবে এই কাতারে প্রবেশ করলেন।

সেই সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েন গেইল এবং স্যামুয়েলস। ২য় উইকেটে ৩৭২ রান করেন তারা।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ম্যানুকাল ওভালে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৩৭২ রানে থামে ক্যারিবীয়দের ব্যাটিং ইনিংস।