siriyaসিরিয়ায় কমপক্ষে ৯০ জন খ্রিস্টানকে অপহরণ করেছে আইএসআইএল সেনারা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হাসাকাহ প্রদেশের তেল তামির শহরের কাছে আসিরিয়ান ক্রিশ্চিয়ান গ্রাম থেকে তাদের অপহরণ করা হয়।

আইএস যোদ্ধারা ভোরে ওই গ্রামে হামলা চালায়। হাসাকাহ প্রদেশে কমপক্ষে ২৮টি এ ধরণের গ্রাম রয়েছে।

chardike-ad

হাসাকাহ প্রদেশের বেশ কিছু গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে কুর্দি যোদ্ধাদের সঙ্গে আইএস যোদ্ধাদের সংঘর্ষের মধ্যেই এই অপহরণের ঘটনা ঘটলো।

তাল তামের শহরের কাছে ঘাবশ গ্রামে কুর্দিদের সঙ্গে যোগসাজশের কারণে দুইজনকে এর আগে হত্যা করে আইএস যোদ্ধারা।