Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের জয়ে ফেসবুকে মাজাদার ছবি ও মন্তব্যের ফুলঝুরি

নিচের ছবি আর মন্তব্য পড়লে বুঝা যাবে বাংলাদেশি ক্রিকেটপ্রেমিদের আবেগ। 

chardike-ad

 

এবার কিছু মন্তব্য ও কবিতা পড়ুনঃ

“সার্টের বোতাম ছিড়া ফালাইতে ইচ্ছা করতাচে…… #জিতচি হালায়… “

এইমাত্র জানা গেল,ইন্ডিয়া দল নাকি তাদের ব্যাগ-ট্যাগ গুছিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে। 
রাত ১টায় ইন্ডিয়ার ফ্লাইট? 

এরপরও যে সচিন/আকরাম/ ইমরান/কপিল বন্দনায় ভারত/পাকিস্তান সাপোর্ট করবে, তার চেয়ে বড় কুলাঙ্গার, অভাগা এবং নেমকহারাম আর নাই

 আজ বাংলাদেশের সব পোস্ট এ like…সাবাস বাংলাদেশ 

D 😀 😀 ঈদ ঈদ লাগতাসে – কে কে আছেন ভাই ? আসেন কোলাকোলি করি — আওয়ামি বিএনপি ব্যাপারনা — পাদা- ভাদা ব্যাপার না — এখন কোলাকুলির টাইম —
আসেন এই ভাবে সবাই জিতি একসাথে 😀 :D:D 😀 

নাসির, বাংলাদেশের মাইকেল বেভান

 83 & 2012 world champion..>>96 world champion….>>>nxt 92 world champion………….WE ARE REAL CHAMPION

 আনন্দে খুশিতে হৃদপিন্ডটা বুকের মাঝখান থেকে ছিঁড়কে বের হয়ে যাচ্ছ। সাবাশ বাঙ্গালী সাবাশ। জয়ধ্বনি করণে তোরা জযধ্বনি কর

 ফাইনালি ফাইনালে।:D.পাকিস্তানের জন্য শিক্ষাটা এখনো তোলা আছে।খুব ভালভাবেই হারিকেনটা ধরানো হবে,সমস্যা নাই।অভিনন্দন টাইগার্স…জয় বাংলা।

 একেকটি রান যেন ১২০ কোটি ইন্ডিয়ানের বুকে একেকটি শেল । আমরা বর্ডারে মারি না, মাঠে মারি । m/

 কিযে খুশি লাগতেছে। এত খুশি কই রাখি । । ইয়াহু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু

 এইবার প্যাকি, গো অন টাইগার্স …

মুগ্ধ হয়ে পড়ি বাঙ্গালীর লংকাবধ কাব্য।


 খোকা ঘুমালো পাড়া জুড়ালো বাঘ এলো দেশে, ভারত খেয়েছে, লংকা খেয়েছে পাকি খাবে শেষে :p

Bangladesh will meet Pakistan in the Final & India will meet Srilanka at the Dhaka Airport…. :p

India, dekh kemon lage…..sala bsf bordare bangali maro….

এতদিন স্বপ্ন দেখেছি , আজ স্বপ্নকে ছুঁয়ে দেখেছি, কাল (পরশু) স্বপ্ন হয়তো ধরা দেবে আমাদের হাতে। ।

miracles can happen when u believe. We shall overcome someday. Just believe in yourself.

“সখী, উল্লাস কাহারে বলে। সখী, বিজয় কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ক্রিকেট’ ‘ক্রিকেট’—
সখী, ক্রিকেট কারে কয় ! সে কি এমনই আবেগময় ।
সে কি কেবলই বড়দের খেলা ? সে কি ‘ পাকি’দের দীর্ঘশ্বাস?
ইন্ডিয়া তবে করে কী দুঃখেরই তরে এমন মিথ্যে আশ । 
_______________________________________________
আমার চোখে তো এখন শুধুই বাংলাদেশ ।

মূল ভার্শন…রবীন্দ্রনাথ ঠাকুর
ক্রিকেট ভার্শন … ইয়াসির

..রাম-লক্ষণ-রাবণ মরলো ,
পদ্মা মেঘনা যমুনায়,
এই বাঙ্গলায় ভীনদেশীদের
অস্তিত্ব মানিনাই ।।
বীরবাঙ্গালী যুদ্ধে জেতে ,
ইতিহাসে চোখ বোলাও
আজকে আবার প্রমাণ দিলাম, ব্যাটে বলে কোপ চালাও…..
সামনে আবার প্রমাণ দিব
পাকিদের দিয়ে দোলাই...