Search
Close this search box.
Search
Close this search box.

নেদারল্যান্ডসে নেকাব নিষিদ্ধ

neatherlandস্কুল, হাসপাতাল ও সাধারণ পরিবহনসহ কয়েকটি জায়গায় ইসলামি ধারার মুখ ঢেকে রাখা নেকাব নিষিদ্ধ করার পরিকল্পনা অনুমোদন করেছে নেদারল্যান্ডসের মন্ত্রিসভা। তবে পথে চলার সময় নেকাব পরার বিষয়টি এই নিষিদ্ধের তালিকায় পড়বে না বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

এই আইন অমান্যকারীকে ৪০৫ ইউরো জরিমানা করা হতে পারে বলে গতকাল জানানো হয়েছে।

chardike-ad

স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্ড প্লাসটের্কের আনা প্রস্তাবটি মন্ত্রিসভা অনুমোদন করার পর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘মুখ ঢাকা পোশাক স্বাস্থ্য ইনস্টিটিউটগুলোতে, সরকারি ভবনগুলোতে এবং সাধারণ পরিবহনগুলোতে গ্রহণযোগ্য হবে না।’ নেদারল্যান্ডসে মাত্র কয়েক শ’ নারী বোরকা পরেন বলে ধারণা করা হয়।