Search
Close this search box.
Search
Close this search box.

কাবার নিরাপত্তায় ৫ হাজার ক্যামেরা

Kaaba-sorifপবিত্র কাবা শরীফের নিরাপত্তায় সেখানে ৫ হাজার উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক প্রতিবেদনের বরাত দিয়ে আবর নিউজ এ তথ্য জানিয়েছে।

এই ক্যামেরাগুলোর মাধ্যমে মসজিদ এবং এর আশে-পাশের রাস্তায় নজরদারি করা হচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণ কক্ষ মিনায় বসে কর্মকর্তারা ২৪ ঘণ্টা এ ক্যামেরাগুলোতে নজর রাখছেন এবং বিভিন্ন তথ্য-উপাত্ত নিরীক্ষা করছেন।

chardike-ad

এতে বলা হয়, বিভিন্ন তথ্য আদান-প্রদানের মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষটি সব সময় ব্যস্ত থাকে এবং কর্মকর্তারা পাহারাদারদের সাথে যোগাযোগে ব্যস্ত সময় কাটান।

নিয়ন্ত্রণ কেন্দ্রের মহাপরিচালক মেজর জেনারেল সাদ বিন আবদুল্লাহ আল-খেলাইবি বলেন, “এসব ক্যামেরা থেকে তথ্য নিরীক্ষা করা হয়। ইফতারের আগে ও তারাবীর নামাজের পর প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও বলেন,‘ পবিত্র কাবা শরীফ এবং এর আশে-আশের অঞ্চল, পর্যটক এবং পাবলিক ট্রান্সপোর্ট স্টেশনও আমাদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে।’