Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় কাল ঈদ

সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে এসব দেশে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া নিউজ চ্যানেল এ খবর জানিয়েছে। ভিন্ন এক খবরে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে আগামীকাল মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছে দোহা নিউজ।

Malaysia-Eid
মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাস তথা ঈদুল ফিতরের চাঁদ অনুসন্ধান করছেন দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির জনৈক সদস্য। ছবিটি আজ বৃহস্পতিবার কুয়ালালাম্পুর থেকে তোলা।

এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও মালয়েশিয়া, কোরিয়াসহ এশিয়ার বেশ কিছু দেশ ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া উত্তর আমেরিকার ফিকহ কাউন্সিল এক বিবৃতিতে সে অঞ্চলে আগামীকাল শুক্রবার ঈদ উদযাপনের কথা জানিয়েছে।

chardike-ad

এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাকসহ আরও অনেক দেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

পবিত্র রমজানজুড়ে এক মাসের সিয়াম সাধনার পর মুসলমানগণ শাওয়াল মাসের এক তারিখ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।