Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়াকে মার্স মুক্ত ঘোষণা

prime-ministerদক্ষিণ কোরিয়াকে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) মুক্ত ঘোষণা করেছেন দেশটির প্রধামন্ত্রী হং কিও-আন।

গত ২৩ দিনের মধ্যে নতুন কোনো মার্স সংক্রমিত রোগী সনাক্ত হয়নি জানিয়ে ইয়োনহাপ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।

chardike-ad

তিনি বলেন, জনতা এখন ‘মার্স আতঙ্ক’ থেকে মুক্ত। গত ৪ জুলাই মার্স আক্রান্ত শেষ রোগী সনাক্ত হয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এখনও মার্স মুক্ত নয় দক্ষিণ কোরিয়া। আনুষ্ঠানিক ঘোষণা আসতে আরও অন্তত ৫ দিন অপেক্ষা করতে হবে দেশটির জনগণের।

ম্যানিলায় ডব্লিউএইচও’র এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, ২৮ দিন পর্যন্ত কোনো নতুন রোগী সনাক্ত না হলে তবেই দেশটিকে এই মহামারী মুক্ত ঘোষণা করবে স্বাস্থ্য সংস্থাটি।

এদিকে, ডব্লিউএইচও’র কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত দেশে যাবতীয় সাবধানতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কউন দুক-শিওল।

তিনি বলেন, দেশের বিমানবন্দরে কড়া নজরদারি অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য থেকে প্রচুর মানুষ এখনও দেশে আসছে। কাজেই এদের মধ্যে নতুন রোগী ঢুকে পড়া অসম্ভব কিছু না।

এরকম আরো কিছু নিউজঃ


## ছাড়পত্র পেলেন কোরিয়ার সব ‘সন্দেহভাজন’ মার্স বহনকারী

## মার্স প্রতিরোধে ব্যর্থতার দায় স্বীকার নতুন প্রধানমন্ত্রীর

## শীঘ্রই মার্স সংক্রমণ বন্ধের ঘোষণা দেবে কোরিয়া

## মার্স সংকটঃ পর্যটক আকর্ষণে ভিসা ফী কমাচ্ছে কোরিয়া