Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে ১৯৪ ডাক্তারকে শাস্তি

saudi-docterসৌদি আরবে গত বছর ভুল চিকিৎসার দায়ে ১৯৪ ডাক্তারকে শাস্তি দেওয়া হয়েছে। এ মর্মে এক আদেশ ইস্যু করেছে দেশটির রাজধানী রিয়াদের ফরেনসিক বোর্ড।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সৌদি এবং ২৯ জন বাইরের ডাক্তার।

chardike-ad

শনিবার সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৪৩ জন ডক্টোরাল ডিগ্রি, ২৬ জন মাস্টার’স ডিগ্রি এবং ১৫ জন মেডিকেল গ্র্যাজুয়েট ডিগ্রিধারী।

ফরেনসিক বোর্ড বলছে, গত বছর ১ হাজার ৯৪টি সভা অনুষ্ঠিত হয়েছে। সেগুলোতে ১৮৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে এটি একটি সিদ্ধান্ত। এতে বলা হয়, যেসব ডাক্তারদের শাস্তি দেওয়া হয়েছে; তার মধ্যে ৬৯ স্বাস্থ্য মন্ত্রণালয়ে, ২২ জন সামরিক সেক্টরে, ২ জন বিশ্ববিদ্যালয়ে এবং ৭৬ জন প্রাইভেট সেক্টরে কাজ করতেন।

বোর্ড স্বাস্থ্য সেবায় পেশাগত ভুল তদন্ত করে দেখেন। এতে দেখা যায়, সুচিকিৎসার অভাবে অনেকেই চিরতরে প্রতিবন্ধী হয়ে গেছেন, অনেকে আবার মৃত্যুবরণ করেছেন।