Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়ন চান কিম

kimউত্তর কোরিও নেতা কিম জং-উন বলেছেন, তার দেশ প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। কোরিয়া উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এ বিষয়টি জরুরি বলে তিনি উল্লেখ করেছেন।

পিয়ংইয়ং সফররত চীনের প্রতিনিধি লিউ ইউনশানের সঙ্গে শনিবার এক বৈঠকে সিউলের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন কিম। তিনি বলেন, উত্তর কোরিয়া একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ চায়। কারণ দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নের জন্য এটি অপরিহার্য।

chardike-ad

গত কয়েক বছরে আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি যৌথ সামরিক মহড়া এবং উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিছু উস্কানিমূলক সামরিক তৎপরতার কারণে দুই কোরিয়ার মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হয়েছে।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সংঘটিত কোরিয় যুদ্ধের পর থেকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে কোনো সন্ধি বা শান্তি চুক্তির মাধ্যমে ওই যুদ্ধ শেষ হয়নি বলে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়া যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে।