Search
Close this search box.
Search
Close this search box.

গুগলেরও আগে সার্চ ইঞ্জিন চালু করেছিলেন জয়

joyগুগলেরও আগে সার্চ ইঞ্জিন চালু করেছিলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রবিবার দেশের প্রথম সফটওয়্যার টেকনোলোজি পার্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জয় তাঁর নিজের এই প্রথম স্টার্টআপ প্রসঙ্গে বলেন, “আপনারা জানেন আমি আইটি সেক্টরের মানুষ। কোন দিন সরকারি চাকরি করিনি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে ওখানেই স্টার্টআপ করেছি। আমি সেখানে চাকরিও করেছি স্টার্টআপও করেছি। আমি সিলিকন ভ্যালিতে প্রথম স্টার্টআপ আরম্ভ করি। আমার স্টার্টআপ ছিল গুগল শুরু হওয়ার আগেই। তখন ইন্টারনেট কেবল আবিষ্কার হয়েছিল ১৯৯৮ সালে। তখম মাত্র ইন্টারনেট ব্যবহার শুরু হচ্ছিল।

chardike-ad

তখন ইন্টারনেট সার্চ করাটা অনেক কঠিন ব্যাপার ছিল। সার্চ করলে এতো ভিন্ন রেজাল্ট আসতো যে এটা কোন সেন্স করা অর্থাৎ কি খুঁজছি তা বের করা অনেক সময় লাগতো। তখনও গুগল আবিস্কার হয়নি। তখন আমি সার্চের উপর কাজ শুরু করলাম। আমরা একটা ইন্টার‍্যাক্টিভ সার্চ সফটওয়্যার ডেভেলপ করলাম। যে সার্চ শুরু করলে সিস্টেমটা আমাকে উল্টো প্রশ্ন করবে যাতে আমি সার্চটাকে আরও ন্যারো করতে পারি। তারপরে অবশ্য গুগল আসলো। গুগলে আমাদেরকে মার দিয়ে দিলো। তো আমার প্রথম স্টার্টআপটা মার খেয়ে গেল।”

প্রতিবেশি দেশ ভারতে স্টার্টআপেরম অগ্রযাত্রা প্রসঙ্গে জয় বলেন, তিনি যখন ভারতের বেঙ্গালুরুতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নিয়ে পড়তেন তখন সেখানে স্টার্ট আপ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। আজ ভারত আউটসোর্সিংয়ে অন্যতম বড় দেশ। বাংলাদেশও একদিন সে পর্যায়ে যাবে। তখন বাংলাদেশ থেকেই গুগল, ফেসবুক, ইউটিউবের মতো প্রতিষ্ঠান বের হয়ে আসবে।