Search
Close this search box.
Search
Close this search box.

ইউনিস খানের নতুন রেকর্ড

younisবয়সকে টেক্কা দিয়ে খেলে যাচ্ছেন পাকিস্তানের ব্যাটসম্যান ইউনিস খান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হয়ে যান পাকিস্তানের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। শনিবার ছুঁলেন আরো একটি মাইলফলক। প্রথম কোনো পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উঠে এসেছেন ১৪তম স্থানে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৫ রান নিয়ে ব্যাট করছেন ইউনুস। তাতে তার টেস্ট ক্যারিয়ারের (১০৩ টেস্টে) মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৯ হাজার ৬ রান। ৯ হাজার ৬৫৮ রান নিয়ে অ্যালিস্টার কুক এই তালিকায় রয়েছেন ১২তম স্থানে। ৯ হাজার ২৬৫ রান নিয়ে গ্রায়েম স্মিথ রয়েছেন ১৩তম স্থানে।

chardike-ad

তবে এই রান করতে ব্রায়ান লারা খেলেছিলেন ১০১ টেস্ট। এই রান করতে ইউনিসের মতো কুমার সাঙ্গাকারাও খেলেছিলেন ১০৩ টেস্ট।