Search
Close this search box.
Search
Close this search box.

লন্ডনে ব্রিটেনের বৃহত্তম মসজিদ নির্মাণের পরিকল্পনা নাকচ

Tablighi-Jamaat-mosqueলন্ডনে তাবলীগি জামায়াতের উদ্যোগে এক বিশাল মসজিদ নির্মাণের পরিকল্পনা ব্রিটিশ সরকার নাকচ করে দিয়েছে।

তাবলীগি জামায়াত এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় ২০০২ সালে। তাদের পেশ করা পরিকল্পনা এবং নকশা অনুযায়ী এই মসজিদে প্রায় দশ হাজার মুসল্লি এক সঙ্গে নামাজ পড়তে পারবে। অনুমতি পেলে এটি হতো ব্রিটেনের বৃহত্তম মসজিদ।
কিন্তু স্থানীয়দের আপত্তির মুখে শুরু থেকেই এই মসজিদ তৈরির পরিকল্পনা আটকে যায়।

chardike-ad

মসজিদ নির্মাণের জন্য তাবলীগি জামায়াত নিউহ্যাম কাউন্সিলে প্রায় সতের একর জায়গা কেনে বহু বছর আগে।

কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনেক আলোচনার পর নিউহ্যাম কাউন্সিল ২১০২ সালে এই মসজিদ তৈরির পরিকল্পনা নাকচ করে দেয়।

তাবলীগি জামায়াত এর বিরুদ্ধে ব্রিটেনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপীল করেছিল।

কিন্তু সেই আপীলও নাকচ করে দিয়েছে সরকার।

ব্রিটেনে তাবলীগি জামায়াতের নেতারা যুক্তি দিয়েছিলেন যে, নামাজীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে তাদের একটি বড় মসজিদ দরকার।

উল্লেখ্য নিউহ্যামে তাবলীগি জামায়াতের ক্রয় করা জমিতে এখন একটি অস্থায়ী মসজিদ রয়েছে।

তাবলীগি জামায়াতকে এই মসজিদটি বন্ধ করার জন্য তিন মাস সময় দিয়েছে।