Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় দুই মাসে সাতশ’ বিদেশী গ্রেপ্তার

গত সেপ্টেম্বর মাস থেকে শুরু করে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অন্তত ৭০৮ জন বিদেশীকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে প্রায় ১০ শতাংশ কোন না কোন অপরাধী দলের সাথে যুক্ত ছিল। স্থানীয় পুলিশ আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে।

তবে কোরিয়ার জাতীয় পুলিশ সংস্থা বলছে, সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে বিবেচিত হবার মত যথেষ্ট বড় বা ঐক্যবদ্ধ কোনটিই নয় এসব দল।

chardike-ad

উল্লেখিত সময়সীমায় কোরিয়াতে বিদেশীদের বিরুদ্ধে ছিনতাই ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে ১২১টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ ১২টি অপরাধী দলের ৭০ জন অভিবাসীকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। আবার মামলাসমূহের বিবরণ বলছে, ৭৯ শতাংশ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি ও অপরাধীরা একই দেশ থেকে আগত। ১০ শতাংশ ক্ষেত্রে বাদী অন্য কোন দেশের, ১১ শতাংশ দক্ষিণ কোরিয়ার নাগরিক।

চলতি বছরের প্রথমার্ধে কোরিয়ায় বিদেশী অপরাধ চক্রের সদস্যদের বিরুদ্ধে পুলিশ সাড়াশি অভিযান শুরু করলে অনেক অপরাধী কোরিয়া ত্যাগে বাধ্য হয়।

কোরিয়ায় অবস্থানরত বিদেশীদের মধ্যে অপরাধ হিসেবে অবৈধ জুয়া ও ব্যাংকের জাল চেক বানানোর প্রবণতাই সবচেয়ে বেশী বলে জানা গেছে।