Search
Close this search box.
Search
Close this search box.

বিমান- মেড ইন চায়না

‘বিশ্বের কারখানা’ চীন এবার একটু উপরের দিকে নজর দিয়েছে৷ কদিন আগে তারা বিশ্বকে নিজেদের তৈরি প্রথম যাত্রীবাহী বিমান দেখিয়েছে৷

made-in-chinaপ্রদর্শন
দেখছেন চীনের সরকারি প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি বিমান ‘সি৯১৯’৷ সোমবার (নভেম্বর ২, ২০১৫) চীনের তৈরি প্রথম যাত্রীবাহী এই বিমানটি সবার সামনে প্রদর্শন করা হয়৷ বিমানটি ১৬৮ জন যাত্রী নিতে পারবে৷

chardike-ad

made-in-chinaবিলম্ব
২০০৮ সালে বিমানটি তৈরির কাজ শুরু হয়েছিল৷ ২০১৪ সালে পরীক্ষামূলক উড্ডয়ন ও ২০১৬ সাল থেকে বাণিজ্যিকভাবে বিমানটি ওড়ানোর পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু প্রাথমিক এই পরিকল্পনা থেকে সরে এসে এখন ২০১৯ সালে এই বিমান দিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালুর চিন্তাভাবনা হচ্ছে৷

made-in-chinaবিদেশি সহায়তা
সি৯১৯ চীনে তৈরি হলেও ইঞ্জিন থেকে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কেনা হয়েছে বিদেশি কিংবা যৌথ কোনো কোম্পানির কাছ থেকে৷

made-in-chinaবিশাল বাজার
মার্কিন বিমান নির্মাতা বোয়িং বলছে, আগামী দুই দশকে চীনের অভ্যন্তরীণ বাজারের জন্য যত বিমান লাগবে তার আর্থিক মূল্য হতে পারে প্রায় ৮০০ বিলিয়ন ডলার৷ এই বাজার ধরতে প্রতিযোগিতায় আছে বোয়িং ও তার ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানি এয়ারবাস৷

made-in-chinaছোট থেকে বড়র দিকে
এতদিন চীনের পরিচয় ছিল বিশ্বের কারখানা হিসাবে৷ কম দামি ও ছোট ছোট পণ্য তৈরি হতো সেখানে৷ এবার সেই পরিচয়টা একটু বদলাতে সচেষ্ট হয়েছে চীন৷ তাইতো বিমান তৈরিতে হাত লাগিয়েছে তারা৷

made-in-chinaঅর্ডার চলে এসেছে
ইতিমধ্যে ৫১৭টি বিমানের অর্ডার পেয়ে গেছে সি৯১৯ বিমানের নির্মাতা কোম্পানি৷ বেশিরভাগই এসেছে চীনের বিভিন্ন বিমান পরিবহণ কোম্পানির কাছ থেকে৷ তবে বিদেশি কোম্পানিও আছে বলে জানিয়েছে নির্মাতা কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন৷ এয়ারবাস এ৩২০ ও বোয়িং এর ৭৩৭ মডেলের বিমানের প্রতিদ্বন্দ্বী এই সি৯১৯৷(ডয়েচে ভেলে)