Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ার বিমানবন্দরে পড়ে আছে ৩টি বোয়িং-৭৪৭ বিমান

malaysia-airportমালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে ৩টি মালবাহী ৭৪৭ বিমান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়ান বিমান কর্তৃপক্ষ নিজেই জানেন না বিমানের মালিক কে বা কারা।

মালয়েশিয়ার বিমান কর্তৃপক্ষ হন্যে হয়ে খুঁজছেন বিমান তিনটির মালিককে এবং এই উদ্দেশে তারা দ্যা স্টার এবং সিন চিউ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মালিককে যোগাযোগ করতে বলেছেন। বিজ্ঞাপনে বলা হয় যদি ১৪ দিনের মধ্যে মালিক তার বিমানের দায়িত্ব বুঝে না নেন তাহলে বিমান চলে যাবে কর্তৃপক্ষের হাতে।

chardike-ad

মালয়েশিয়া বিমানবন্দরের জেনারেল ম্যানেজার জয়নুল মোঃ ঈসা সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিমানগুলো পড়ে আছে বন্দরে এবং ভিন্ন ভিন্ন সময়ে এগুলো এখানে পার্ক করা হয়েছিল। কিন্তু বিমানের মালিকানা অজানা থাকায় কর্তৃপক্ষ কারো কাছে বিমানের পার্কিং ফিও চাইতে পারছেন না।

তবে বিমানের গায়ের কিছু সংখ্যা এবং চিহ্ন দেখে ধারণা করা হয়েছিল এগুলোর মালিক হয়তো এয়ার আটলান্টিক নামের একটি কোম্পানি, কিন্তু তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান বিমানগুলো ২০০৮ সালে তারা বিক্রি করে দিয়েছিলেন।