Search
Close this search box.
Search
Close this search box.

চীনে খনি মালিকের আত্মহত্যা

chinaচীনে একটি জিপসাম খনি ধ্বসে ১৭ জন শ্রমিক আটকা পড়ার পরে ওই খনির মালিক আত্মহত্যা করেছেন। গত শুক্রবার তার এই খনিতে ভূমিধ্বসের পরে একজন নিহত হয়েছেন এবং চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।।
ইউরোং কোম্পানির চেয়ারম্যান মা কংবো রবিবার একটি খনির কূপে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন। এর আগে গত শুক্রবার পিংই কাউন্টির লিনি শহরে এই কোম্পানির মালিকানাধীন জিপসাম কারখানায় আকস্মিক ভূমিধ্বস ঘটে। এখনো অবশ্য জানা যায়নি, ঠিক কী কারণে এই ভূমিধ্বসের ঘটনা ঘটে। আটকা পড়া ১৭ জনকে উদ্ধারে প্রায় ৭০০ উদ্ধারকর্মী কাজ করছে এবং একটি ছিদ্র তৈরি করে খাদ্য ও পানি পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলের শেনজেন শহরে নির্মাণ বর্জ্যরে ভূমিধ্বসে প্রায় ৭৫ জন নিখোঁজ আছেন। ধারণা করা হচ্ছে তাদের সবাই মারা গেছেন।  বার্তা সংস্থার এপি-র হিসাব অনুযায়ী গত বছর খনি দুর্ঘটনায় চীনে ৯৩১ জন নিহত হয়েছেন।  আগের তুলনায় অবশ্য এই মৃত্যুহার অনেক কমে এসেছে। শুধু ২০০২ সালে ৭০০০ খনি কর্মী চীনে নিহত হয়েছিল। বিবিসি।