চীন প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বাজার। দেশটিতে আনুষ্ঠানিকভাবে মোবাইল ওয়ালেট সেবা ‘স্যামসাং পে’ চালু করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ইউনিয়ন পে’র সঙ্গে যৌথভাবে সেবাটি চালু করা হয়েছে। সেবাটির গ্রাহকরা কেনাকাটার জন্য স্মার্টফোন ডিভাইসের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
গত মাসে দেশটিতে ‘অ্যাপল পে’ চালু করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এ সেবাটিও ইউনিয়ন পের সঙ্গে যৌথভাবে চালু করা হয়। চীনে ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার ‘আলি পে’ সেবার জনপ্রিয়তা অনেক বেশি। স্থানীয় এ সেবার সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্যামসাং ও অ্যাপল ওয়ালেট সেবাকে।
পাশাপাশি চীনভিত্তিক সামাজিক যোগাযোগ প্লাটফর্ম উইচ্যাটের একটি পেমেন্ট সিস্টেম চালু রয়েছে। সম্প্রতি দেশটির ডিভাইস নির্মাতা কোম্পানি হুয়াওয়ে ইউনিয়ন পের সঙ্গে যৌথভাবে একই ধরনের একটি সেবা চালু করেছে। হুয়াওয়ে পে একটি এনএফসি মোবাইল ডিভাইসভিত্তিক পেমেন্ট সার্ভিস। বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারটিতে স্যামসাং ও অ্যাপল পের জন্য বাজার দখল করা বেশ কঠিন হয়ে পড়বে। গত বছর দক্ষিণ কোরিয়ায় প্রথম স্যামসাং পে সেবা চালু করা হয়। বণিকবার্তা।