ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্র্যান দাই কুয়াং (৫৯)। শনিবার দেশটির সংসদ অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। যেখানে ৯১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন কুয়াং।
নির্বাচন প্রক্রিয়ার পরপরেই নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে ভিয়েতনামের বিতর্কিত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান দেশটির উচ্চ পদস্থ রাজনীতিকের আসন্নে অধিষ্ঠিত হলেন।
বৃহস্পতিবার ভিয়েতনাম সংসদের নবনির্বাচিত সভানেত্রী প্রেসিডেন্ট পদের জন্য কুয়াংয়ের নাম উত্থাপন করেন।
এ বিষয়ে দেশটির সেনাবাহিনীর সদস্য কর্নেল ট্র্যাং থান বলেন, আগেই মন্তব্য করা উচিত নয়। বৈদেশীক নীতি বিষয়ে কুয়াংয়ের অনেক ঘাটতি রয়েছে। যদিও এক্ষেত্রে আর কোনো বড় ধরণের পরিবর্তনের সম্ভাবনা নেই। বণিকবার্তা।