Search
Close this search box.
Search
Close this search box.

কানাডার ম্যাকমুরে ভয়াবহ দাবানল

w14কানাডার ফোর্ট ম্যাকমুরে নগরীতে ভয়াবহ দাবানলের কারণে শহরটির সব বাসিন্দাকেই সরিয়ে নেয়া হয়েছে। শহরটিতে প্রায় ৬০ হাজার মানুষ বাস করে।

অ্যালবার্টা প্রদেশের শহরটিতে দাবানল বিপুল সংখ্যক বাড়িঘরকে গ্রাস করে। রাস্তাগুলো ছাইয়ে ছেয়ে গেছে।

chardike-ad

প্রাকৃতিক এই দুর্যোগের কারণে মানুষ শহর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। একসঙ্গে এতোলোক রাস্তায় নামায় এডমন্টন থেকে ৩৮০ কিলোমিটার (২৩৫মাইল) উত্তরে যানজটের সৃষ্টি হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে ফোর্ট ম্যাকমুরে থেকে বাসিন্দাদের এই পলায়ন আলবার্টার ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা।

অন্তত দুটি এলাকার বাড়িঘর পুড়ে গেছে। দাবানলটি এখন হাইওয়ে ৬৩ এর দিকে ছড়িয়ে পড়ছে। এটি দক্ষিণ থেকে ফোর্ট ম্যাকমুরেতে যাওয়ার প্রধান সড়ক।

দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।স্থানীয় কর্তৃপক্ষ পানি ছিটানো হেলিকপ্টারসহ আরো লোকবল ডেকে পাঠিয়েছে।এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।