Search
Close this search box.
Search
Close this search box.

তাইওয়ান উপকূলে সুপার টাইফুন ‘নিপারতাক’

FBYAwJYEP7Wjতাইওয়ান উপকূলে ধেয়ে আসা সুপার টাইফুন ‘নিপারতাক’ আজ দেশটির উপকূলে আঘাত হানবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসা টাইফুনটি ২০১৫ সালে আঘাত হানা সুপার টাইফুন ‘সুদেলর’র চেয়ে শক্তিশালী। গত বছর সুদেলরের আঘাতে তাইওয়ান ও চীনে কমপক্ষে ৩৫ জনের প্রাণহানি হয়।

chardike-ad

‘নিপারতাক’ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ঝড়ের প্রভাবে ৯শ’ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভবনার কথা বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া সমুদ্রের স্রোত ১৪ মিটার পর্যন্ত হতে উঠে আসতে পারে বলে জানিয়েছে যৌথ টাইফুন ওয়ার্নিং সেন্টার।

টাইফুনের প্রভাবে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৬টার পর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩১ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হতে পারেন।উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।