Search
Close this search box.
Search
Close this search box.

নিষেধাজ্ঞা জারি যুদ্ধের সামিল: নর্থ কোরিয়া

hu3njwPJoRTUনেতা কিম জং উনের ওপর মার্কিন সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে বলছে নর্থ কোরিয়া। মার্কিন সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়ারও অঙ্গীকার ব্যক্ত করেছে পিয়ংইয়ং।

নর্থ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমেরিকা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিকৃষ্টতম শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে এবং ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এ খবর দিয়েছে।

chardike-ad

এর আগে কিম জং-উনের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিমসহ নর্থ কোরিয়ার ১১ জনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় কিমের কোনো সম্পদ বা সম্পত্তি থাকলে তা জব্দ করা হবে। এ ছাড়া, মার্কিন নাগরিকরা কিমসহ নিষেধাজ্ঞার কবলে থাকা অন্যদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন না।