Search
Close this search box.
Search
Close this search box.

মুস্তাফিজের দ্রুত সুস্থতার জন্য নজির স্থাপন এলাকাবাসীর!

1083মুস্তাফিজুর রহমানের খেলা দেখতে কার না ভালো লাগে? দেশের বড় বড় তারকা রাত জেতে থাকে মুস্তাফিজের বোলিং উপভোগ করার জন্য। মুস্তাফিজ আপনি দ্রুত খেলার মাঠে ফিরে আসুন। আমরা অধীর হয়ে আপনার দিকে তাকিয়ে আছি।

এমনই প্রত্যাশা যখন সবার ঠিক তখনই তাকে নিয়ে গল্প শোনালেন তার এক বন্ধু। মুস্তাফিজের এক বন্ধু সাক্ষাৎকারে জানিয়েছেন,  সবার

chardike-ad

কাছে তো ও শুধু ক্রিকেটার। আমার তো বন্ধু। ওর ব্যথায় কষ্ট হলে আমরাও কষ্ট পাই।

তিনি বলেন, আমি চাই ওর কষ্ট যেন দ্রুত কমে যায়,  ও যেন তাড়াতাড়ি খেলায় ফিরে আসে। মুস্তাফিজের বন্ধু বলেন, ওর অসুস্থ হওয়ার খবর শুনে মিলাদের আয়োজন করেছি।

মুস্তাফিজের এলাকার এক ছোট্ট ছেলে যে ক্রিকেট ঠিক মত বুঝে না তার কাছে মুস্তাফিজের খবর জানতে চাইলে সে বলে, ‘মুস্তাফিজ ভাই যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ভাইয়ের নাকি অপারেশন হবে। আমরা সবাই দোয়া করছি, উনি যেনো আবার টিভিতে খেলতে পারেন।’

এই প্রার্থনার সুর শোনা গেলো শহরের মাঠগুলো থেকে শুরু করে মুস্তাফিজের বাড়িতেও।

মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী বলছিলেন, ‘আমার ছেলে বলে ওর কষ্টটা হয়তো আমাদের একটু বেশি লাগে। কিন্তু ওর জন্য তো আসলে এখন সবাই-ই দোয়া করছে। এটা বুঝি যে, খেলাধুলা করলে এমন হতেই পারে। সে জন্য বিসিবি যা করার করছে। ডাক্তাররা চিকিত্সা করছেন। কিন্তু মানুষের মন তো মানে না। আমাদের তো কিছু করার নেই। তাই সবাই শুধু দোয়া করছি।’

মুস্তাফিজের প্রিয়তম বন্ধু মোহাম্মদ হাফিজ। সাতক্ষীরার হাফিজ তার সব ব্যস্ততা ভুলে রাতদিন চেষ্টা করছেন, বন্ধুর কোনো একটা সুখবর পাওয়ার। ফোনে বারবার কথা বলেও শান্ত হয় না মন।

গত শুক্রবার জুমার নামাজের পর তাই কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে হাফিজ আয়োজন করলেন মুস্তাফিজের সুস্থতা কামনা করে এক মিলাদ মাহফিলের। পরে রুদ্ধ কণ্ঠে বলছিলেন, সবার কাছে তো ও শুধু ক্রিকেটার। আর আমার কাছে কিন্ত আরও অনেক কিছু।