বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৭ অপরাহ্ন
শেয়ার

তাইওয়ানে টাইফুন মেরান্তির আঘাত


?????????????????????????????????????????????????????????

টাইফুন মেরান্তি বুধবার তাইওয়ানে আঘাত হেনেছে। এতে ১ লাখ ১৭ হাজার ৬৬৬টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার তাইওয়ান পাওয়ার কোম্পানি একথা জানিয়েছে। দ্বীপটিতে ঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে।

বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, বুধবার সকাল ৯টা ৫৮ মিনিটে ১ লাখ ১৪ হাজার ৪৮৫টি বাড়িতে বিদ্যুৎ ছিল না। দ্বীপের দক্ষিণাঞ্চলের পিংটুং কাউন্টিতে ৯১ হাজারের বেশি বাড়ি রয়েছে। এদিকে, বুধবার ফ্লাইট বাতিল হয়েছে এবং সড়কে যানবাহন পরিবহনেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। স্কুলগুলো বন্ধ রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।