Search
Close this search box.
Search
Close this search box.

পাখির মত দেখতে এয়ারপোর্ট

bird

তুর্কেমেনিস্তানের রাজধানী অ্যাসগাবাটে উদ্বোধন হয়েছে এক নতুন আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেটি দেখতে ঠিক ডানা মেলা বাজপাখির মত। দেশটির জাতীয় বিমান সংস্থার প্রতীকের সঙ্গে মিল রেখে এই ডিজাইন করা হয়েছে।

chardike-ad

নতুন পাঁচতলা এই এয়ারপোর্ট ভবনটি তৈরিতে কর্তৃপক্ষের খরচ হয়েছে প্রায় আড়াই শো কোটি ডলার। যদিও বলা হচ্ছে, প্রতি ঘণ্টায় ১৬০০র বেশি যাত্রীর আসা-যাওয়া প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষমতা রয়েছে এই এয়ারপোর্টের, কিন্তু স্বৈরতান্ত্রিক শাসন আর বিপুল প্রাকৃতিক শক্তির মজুদের জন্য বিখ্যাত দেশটিতে খুব কম বিদেশীই বেরাতে যান।

২০১৫ সালের সরকারী হিসেবে এক লক্ষ পাঁচ হাজার জন বিদেশী পর্যটক তুর্কেমেনিস্তান ভ্রমন করেছেন।

দেশটিতে ভিসা পাওয়াও বেশ কঠিন। তবে, দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্ডিমুখামেদভ নিজের দেশের ট্রানজিট দেশ হবার খুব সম্ভাবনা আছে বলে দাবী করেন।  বিভিন্ন শৈল্পিক স্থাপনা বা ভবনের জন্য খ্যাতি আছে অ্যাসগাবাটের, শহরে একটি পাবলিশিং হাউজ আছে যার আকৃতি একটি খোলা বই এর মত। এছাড়া শহরে বর্তমান প্রেসিডেন্ট এবং তার পূর্বসূরীর বিশাল আকৃতির স্বর্ণ মূর্তি রয়েছে। -সংবাদমাধ্যম