Search
Close this search box.
Search
Close this search box.

১৯৮০ সালের পর দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ

 photo@newsis.com

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে’র পদত্যাগ দাবিতে পদত্যাগের দাবিতে দেশটির ইতিহাসে অন্যতম বড় ধরনের  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেটাকে বলা হচ্ছে ১৯৮০ সালের পর সবচেয়ে বড় সমাবেশ। গতকাল ১৯ লাখ লোক সমাবেশে যোগ দিয়েছে যার মধ্যে সিউলের খোয়াংহোয়ামুনে অনুষ্ঠিত সমাবেশে জনগণের সংখ্যা ছিল ১৫ লাখের মত।

chardike-ad

পার্ক গুন হের বিরুদ্ধে অভিযোগ তার বন্ধু ছোয়ে সুন সিল তার নাম ভাঙ্গিয়ে নানা ধরনের আর্থিক সুবিধা নিয়েছেন।
প্রেসিডেন্ট পার্ক গুন হে পর পর দুইবার এই ঘটনার জন্য টেলিভিশনে সামনে এসে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

শনিবারের সমাবেশে দক্ষিণ কোরিয়ার সর্বস্তরের মানুষ যেমন, কৃষক, বৌদ্ধ ভিক্ষু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার স্থানীয় গনমাধ্যম জানিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী সিউলে ২৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত সপ্তাহে পার্ক গুন হের অভিশংসনের দাবিতে দেশটির বিরোধী দল পিপলস পার্টি একটি স্বাক্ষর গ্রহণ কর্মসূচি শুরু করেছে। পার্কের পাঁচ বছরের মেয়াদকাল ২০১৮ সালে শেষ হবে। এর আগেরই তার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া। দুর্নীতির কেলেংকারির ঘটনায় পার্ক ইতোমধ্যে অনেক চাপের মুখে পড়েছেন এবং জনপ্রিয়তা হারিয়েছেন।