north korea USA

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কিয়ো-আন রোববার উত্তর কেরিয়ার বিরুদ্ধে তাদের যৌথ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের অঙ্গীকার করেছেন।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল নাম ব্যবহার করে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক বাহিনীর সর্বশক্তি প্রয়োগ করে হলেও মিত্র দেশ আরওকেকে রক্ষার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ দুই নেতা উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেয়ার ব্যাপারে সম্মত হয়েছেন।

পেন্টাগন প্রধান জেমস ম্যাটিসের বুধবার দক্ষিণ কোরিয়া এবং শুক্রবার জাপান সফর করার কথা রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম বিদেশ সফর।