Search
Close this search box.
Search
Close this search box.

সমস্যা বাম পায়ে, অপারেশন ডান পায়ে!

indiaভারতের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক ঘটনা। বাম পায়ের সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয় এক শিশু, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার কাটাছেড়া করলেন তার ডান পায়ে!

ত্রুটিযুক্ত বাঁকা পা নিয়ে জন্ম নেয় জলপাইগুড়ির হলদিবাড়ির অমল রায়ের মেয়ে দীপ্তি। এরপর থেকে নিয়ম করেই চলছিল তার চিকিৎসা। পা ঠিক করাতে এক এক করে ছয় বার প্লাস্টার করেন হাসপাতালটির চিকিৎসকরা।

chardike-ad

সেই ধারাবাহিকতায় সোমবার আবারও হাসপাতালে গেলে চিকিৎসকরা জানান, অপারেশন করাতে হবে। আর সে জন্য শিশুটির বাবা-মায়ের কাছ থেকে সম্মতিও চাওয়া হয়।

অভিভাবকরা সম্মতি দিলে শিশুটির পায়ে অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। অপারেশনের পর ভালো কিছু একটা করার চেহারা নিয়ে বেরিয়ে আসেন ডাক্তাররা!

কিন্তু পরে শিশুটির ডান পায়ে ব্যান্ডেজ দেখে সন্দেহ হয় তার অভিভাবকদের। এরপর ডাক্তারদের প্রশ্ন করতেই বেরিয়ে পড়ে মূল ঘটনা। জানা যায়, ভুল পায়ে অস্ত্রোপচার করেছেন তারা।

তবে বাম পা ছেড়ে কেন তারা ডান পা বেছে নিলেন তার কোন উত্তর ডাক্তাররা দিতে পারেননি। অবশেষে এ নিয়ে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়লে পালিয়ে রক্ষা পায় সেই চিকিৎসক দল!

সূত্র: জি-নিউজ