Search
Close this search box.
Search
Close this search box.

পৃথিবীর সবচেয়ে উঁচু গ্রামে বাংলাদেশের তিন অভিনেতা!

ireshনেপালের রাজধানী কাটমন্ডু থেকে ৩২ কি.মি দূরে অবস্থিত নাগরকোট। এখানে মূলত পর্যটকরা আসেন হিমালয়ের সূর্যদোয় দেখার জন্য। নাগরকোট গ্রামের আরও একটি বৈশিষ্ট্য আছে। সেটা হলো এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানের গ্রাম। যেখান থেকে হিমালয়সহ আরও কয়েকটি দর্শনীয়স্থান দেখা যায়।

আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানুষ যখন মাটি থেকে আকাশ দেখে তখন উপরে তাকায়। আর নাগরকোটের গ্রামের মানুষেরা নীচের দিকে তাকিয়ে আকাশ দেখেন। মানে হলো এই স্থানটির উচ্চতা আকাশের উপরে। এবার ভেবে দেখুন পাঠক আপনি যদি ওখানে যেতেন তাহলে কেমন অনুভব করতেন।

chardike-ad

নিশ্চয়ই ভালো। এরকম স্থানটিতে গিয়ে নিশ্চয়ই ছবি তুলতেন। অবশ্যই করতেন। এবার সেই কাজটি করলেন বাংলাদেশের তিন অভিনেতা ইরেশ যাকের, সাজু খাদেম ও আরফান আহমেদ। নির্মাতা সকাল আহমেদের একটি নাটকের শুটিংয়ের জন্য বর্তমানে নেপালের নাগরকোটে অবস্থান করছেন তারা।

সেখানে ঈদুল আযহার জন্য একটি নাটকের শুটিং করছেন তারা। তবে নাটকটির নাম জানা যায়নি। শুটিং শেষ করে খুব শিগগিরই দেশে ফিরে আসবেন এই অভিনেতারা।