Search
Close this search box.
Search
Close this search box.

আসুন, আমরা মসজিদে এসে নামাজ আদায় করি: অনন্ত জলিল

ananta-jalilজনপ্রিয় চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল সবাইকে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ছেলেরা মসজিদে এসে আর মেয়েরা বাসায় নামাজ আদায় করুন।’ তিনি আরও বলেন, ‘আমি মুমিন বলেই আপনারা আমাকে দেখতে এসেছেন।’ নারায়ণগঞ্জের বাইতুল আকসা জামে মসজিদে গত ১৮ আগস্ট থেকে তিন দিনের জামাতে অংশ নিচ্ছেন তিনি। এর ফাঁকে স্থানীয় ব্যবসায়ী ও আশেপাশের মানুষজনকে ইসলাম ও ধর্ম চর্চার দাওয়াত দেওয়ার সময় এসব কথা বলেন।

এর আগে ১৯ আগস্ট শনিবার ‘ফাযায়েলে আমাল’ বই পড়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। এরপর অনন্ত জলিলের কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি কোনো কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছি না। ফাযায়েলে আমাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয়, যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়। আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

chardike-ad

তিনি আরও বলেন, ‘আল্লাহতায়ালা ভালো জানেন, কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। সঠিক আমলের জন্য আল্লাহতায়ালার কাছে সব সময় দোয়া করতে থাকি। বন্ধুগন আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম দাওয়াত ও তাবলিগের কাজ করতে সক্ষম হই।’

এর আগে এক ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‘বন্ধুগণ, ইনশাল্লাহ্ আমি আসছি বাইতুল আকসা জামে মসজিদ নারায়ণগঞ্জ; তিন দিনের তাবলিগে।’

অনন্ত জলিল তাবলিগ জামাতের সাথে যুক্ত হয়েছেন। গত ২৯ জুলাই রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের জামাতে অংশ নেন। এবার নারায়ণগঞ্জের বাইতুল আকসা জামে মসজিদে অবস্থান করছেন। তিনি তার ভক্তদেরকেও এই জামাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।

এদিকে চলচ্চিত্রের রঙিন জগত ছেড়ে অনন্ত জলিলের হঠাৎ এই পরিবর্তন নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলোর। দেশের মিডিয়াগুলোর পাশাপাশি এখন আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছেন তিনি। দ্য ডেইলি মেইল, এএফপি, আরব নিউজ, দ্য গালফ নিউজসহ আরও কিছু সংবাদ মাধ্যম অনন্ত জলিলকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছে।