Search
Close this search box.
Search
Close this search box.

শাড়ি পরেই ম্যারাথন দৌড়!

marathon-runningউপমহাদেশে নারীদের প্রিয় পোশাকের তালিকায় শাড়ির অবস্থান সবার উপরে। কিন্তু শাড়িতে নারীর সৌন্দর্য বাড়লেও এটি পড়ে দৈনন্দিন কাজ করা খুবই কঠিন। তবে শাড়ি পরে ছোটখাটো কাজ অবশ্য করা যায়। এছাড়াও হাঁটা-চলাতেও তেমন অসুবিধা হয় না। কিন্তু শাড়ি পরে আর যাই হোক, ম্যারাথনে দৌড়ানোর কথা চিন্তা করে না কেউ।

তবে আর কাজটিই করে দেখালেন জয়ন্তী সম্পত কুমার নামে এক ভারতীয় নারী। প্রায় ২০,০০০ প্রতিযোগীর সঙ্গে পাল্লা দিয়ে ৪২ কিলোমিটার পথ শাড়ি পরেই অতিক্রম করেছেন তিনি। শাড়ি পরেই লড়েছেন গতির সঙ্গে। আর ছুঁয়েছেন ফিনিশিং লাইন।

chardike-ad

সিন্থেটিকের বাজারে পিছিয়ে পড়ছে ভারতের কুটিরশিল্প। কমছে তাঁতের কদর। শাড়ি পরাতেও অনীহা দেখা যাচ্ছে বর্তমান প্রজন্মের মধ্যে। এই উৎসাহ ফিরিয়ে আনতেই শাড়ি পরে ম্যারথনে দৌড়ানোর সিদ্ধান্ত নেন হায়দরাবাদের ওই নারী। শাড়ি পরা নারীর দৌড় দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিলেন ম্যারাথন-স্থলে। কেউ কেউ আবার জয়ন্তীর উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ধুতিও পড়ে এসেছিলেন।

ফের এভাবেই শাড়ি পরে দৌড়তে চান জয়ন্তী। এবার তিনি গিনেস বুকে নাম তুলতে চান। শাড়ি পরে দৌড়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ড গড়তে চান তিনি। তবে এর জন্য প্রয়োজন চিকিৎসকের ফিট সার্টিফিকেট। তা জোগাড় করার জন্য উঠেপড়ে লেগেছেন জয়ন্তী। নতুন করে শুরু করেছেন প্র্যাকটিস।