Search
Close this search box.
Search
Close this search box.

বার্সেলোনার গোল উৎসবে মেসির ৪ গোল

messiপ্রতিপক্ষ যখন এইবার তখন বার্সেলোনার ম্যাচ নিয়ে ভাবনা খুব সামান্যই। তাই মূল দলের অধিকাংশ খেলোয়াড়রাই বিশ্রামে। তবুও আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে মাঠে নামালেন কোচ এরনেস্তো ভালভার্দে।

কেন নামিয়েছিলেন তা ৯০ মিনিট পরই স্পষ্ট হয়ে যায়! বার্সেলোনার তারকা মেসি ম্যাচে চার গোল করে ম্যাচে ব্যবধান স্পষ্ট করেছেন। সব মিলিয়ে ক্যাম্প ন্যুয়ে কাতালানরা গোল করেছে ৬টি। এক ম্যাচ পরই লা লিগায় মেসির দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ হলো। আরেকটি পরিসংখ্যান দিলে বোঝা যাবে মেসি কতটা ফর্মে রয়েছেন। চলতি বছর বার্সেলোনার হয়ে ৪০ ম্যাচ খেলেছেন মেসি। ৪০টিতেই গোল করেছেন ক্ষুদে যাদুকর।

chardike-ad

৬টি পরিবর্তনে মঙ্গলবার ক্যাম্প ন্যূয়ে মাঠে নামে কাতালানারা। ম্যাচে ৬-১ গোলে জয় পেলেও ম্যাচের শুরুতেই বার্সেলোনা শিবির কেঁপে উঠেছিল। তৃতীয় মিনিটে সার্জি এনরিচ গোল করার সহজ সুযোগটি না হারালে এগিয়ে যেতে পারত। এনরিচ না পারলেও মেসি ঠিকই পেরেছেন। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি স্পট কিক থেকে গোল করে স্বাগতিক দলকে এগিয়ে নেন ৩০ বছর বয়সি এ ফুটবলার। প্র্রথম একাদশে খেলার সুযোগ পেয়ে ব্রাজিলিয়ান পাউলিনহো ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ডেনিস সুয়ারেজের কর্নার কিক থেকে হেড দিয়ে বল এইবারের জালে পাঠান পাউলিনহো। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যাওয়া বার্সেলোনা বিরতির পর খেলার ধার বাড়িয়ে দেয়।

এবারও শুরুটা করেন মেসি। মধ্য মাঠ থেকে বল নিয়ে চিরাচরিত এক আক্রমণে এইবারের রক্ষণ দুর্গ ভাঙেন মেসি। তবে গোল পাননি মেসি। মেসির নেওয়া শট ফিরিয়ে দেন গোল রক্ষক। ফিরতি শটে ডেনিস সুয়ারেজ গোল করেন। তবে ছয় মিনিটের ব্যবধানে মেসি গোলের স্বাদ পান। তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল জড়ান খুব সহজেই। ৬২ মিনিটে নিজের তৃতীয় গোল করে নিজের ২৮তম হ্যাটট্রিকের স্বাদ পান মেসি।

ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট পূর্বে মৌসুমের ১৬তম গোলের স্বাদ পান আর্জেন্টাইন সুপারস্টার। এদিকে ৪ গোলের সুবাদে মেসি ক্যাম্প ন্যুয়ে ৩০০ গোল করার কীর্তি গড়েছেন। এদিকে এইবারের হয়ে ম্যাচের ৫৭ মিনিটে একমাত্র গোলটি করেন এনরিচ।

মেসির নৈপূণ্যে টানা পঞ্চম জয় বার্সেলোনার। পাঁচ ম্যাচ তাদের পয়েন্ট ১৫। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। এরপর রয়েছে ভ্যালেন্সিয়া। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট তাদের। পরের দুটি স্থানে রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ৯। সমান সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮ । ১৩তম স্থানে থাকা এইবারের পাঁচ ম্যাচে অর্জন মাত্র ছয় পয়েন্ট।