Search
Close this search box.
Search
Close this search box.

কিম জং উনকে গুপ্তহত্যার পরিকল্পনার গোপন নথি চুরি

north-koreaউত্তর কোরিয়ার হ্যাকাররা দক্ষিণ কোরিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক তথ্য চুরি করেছে। এর মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার পরিকল্পনাও রয়েছে। দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা রিহ চিওল হি এর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

রিহ চিওল জানিয়েছেন, এসব তথ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রক্ষিত ছিল। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রণীত যুদ্ধ পরিকল্পনাও রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

chardike-ad

তিনি জানান, ডিফেন্স ইন্টিগ্রেটেড ডাটা সেন্টার থেকে প্রায় ২৩৫ গিগাবাইটের তথ্য চুরি করা হয়েছে। এর ৮০ শতাংশই এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। গত বছরের সেপ্টেম্বরে এ চুরির ঘটনা ঘটে।

গত মে মাসে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, বিপুল সংখ্যাক তথ্য চুরি হয়েছে এবং এই সাইবার হামলার পেছনে সম্ভবত উত্তর কোরিয়া রয়েছে। তবে ওই সময় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। পিয়ংইয়ং তখন এ অভিযোগ অস্বীকার করেছিল। সূত্র: বিবিসি